ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


টাইগারদের অভিনন্দন জানাল না বিএনপি, কারণ...


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৩১

এশিয়া কাপের সুপারফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের মঞ্চে বাংলাদেশ। মাশরাফিদের এমন দুর্দান্ত জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের অসাধারণ এক জয়ের পর পৃথক বার্তায় এ অভিনন্দন জানান তারা। বিরোধী দলের নেত্রী রওশন এরশাদও অভিনন্দন জানান টাইগারদের। শুধু তাই নয়, ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং যুক্তফ্রন্টের নেতৃত্বে থাকা বিকল্প ধারার সভাপতি অধ্যাপক বি. চৌধুরি।

শুধু অবাক করল বিএনপি। টাইগারদের এমন দুর্দান্ত জয়ে অভিনন্দন জানায়নি বিএনপি। আর এতে হতাশ হয়েছেন দলটির কর্মী-সমর্থকরা। সবারই একই প্রশ্ন যেখানে বি. চৌধুরি পর্যন্ত টাইগারদের এমন জয়ে অভিনন্দন জানিয়েছেন সেখানে বিএনপি থেকে কেন কোনো বিবৃতি বা অভিনন্দন বার্তা এলো না।

বিএনপির এমন আচরণ নতুন কিছু নয়। এর আগেও টাইগারদের জয়ের দিনে চুপ ছিল বিএনপি। যেখানে পুরো দেশ আনন্দ উৎসবে মেতে ওঠে সেখানে বিএনপির মতো রাজনৈতিক দল নীরব দর্শকের ভূমিকা পালন করে। অনেকে বলেন, পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাই কারান্তরীণ ম্যাডামকে খুশি করতেই কি বিএনপি শুভেচ্ছা জানায়নি বাংলাদেশ ক্রিকেট দলকে। কেননা কাল পাকিস্তানকে কাঁদিয়েই তো এশিয়া কাপের ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ।

এর আগে ২০১২ সালের এশিয়া কাপের আসরে ভারতকে হারিয়ে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবার টাইগারদের অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন। তখন অনেকেই প্রশ্ন করেছিলো- কার সমর্থনে বেগম জিয়া মাঠে গিয়েছেন? বাংলাদেশ না প্রিয় পাকিস্তানের সমর্থনে? তবে এমন প্রশ্ন ওঠাটা স্বাভাবিকই ছিলো। কারণ শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে মাঠে যাননি তিনি, তাহলে পাকিস্তানের বিপক্ষে মাঠে গিয়েছিলেন কেন? প্রাণের পাকিস্তানের জয় দেখতে নাকি বাংলাদেশের হার?

এমএ