ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


জরুরি বৈঠকে বিএনপি


২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৫৪

জরুরি বৈঠকে বসেছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নেতারা। বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

আগামী ২৯ সেপ্টেম্বরের জনসভা সফল করতে ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন,ব্যারিস্টার মওদুদ আহমদ,ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান উপস্থিত আছেন।

এদিকে বিএনপি ২৯ তারিখের জনসভার বিষয়ে আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং ঢাকার আশপাশের জেলাগুলোর নেতাদের সঙ্গে যৌথসভা করে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি সাংবাদিকদের বলেন, আমরা আগামী ২৯ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করব। সেটিকে কেন্দ্র করে এরই মধ্যে সরকারি দল বিভিন্ন অরাজনৈতিক কথা বলছে। যা অত্যন্ত দুঃখজনক।

এসএ