কামাল বি চৌধুরী ভাড়ায় খেলছে: হাছান মাহমুদ

খেলোয়াড়রা যেমন ভাড়ায় খেলে ডঃ কামাল হোসেন ও বি চৌধুরীরা তেমন ২০ দলের সাথে ভাড়ায় খেলতে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডঃ হাছান মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, এখন কামাল-বি চৌধুরীরা কতটুকু খেলে তা দেখার বিষয়। বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এদেরকে ভাড়া করার মাধ্যমে খালেদা জিয়া, তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতারা খুব সুচারুভাবে এদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির রাজনীতি থেকে খালেদা জিয়া, তারেক রহমানকে মাইনাস করেছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সমাবেশকে কেন্দ্র করে সংঘাত সৃষ্টি করতে চায়। আপনাদের সমাবেশ পিছাতে হবে তবে ২৯ তারিখ কেন ৩০ তারিখ দিন।
তিনি বলেন, এবার দেশে সংঘাত সৃষ্টির চেষ্টা করলে এর পরিণাম ভালো হবে না। জনগণ তাদের জবাব দিবে। আর ঢাকায় কোন বিশৃঙ্খলা সহ্য করবে না আ'লীগ।
প্রধান বক্তার বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, স্বাধীনতার পক্ষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। দেশে কারা নেতৃত্ব দিবে? স্বাধীনতা পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? এবারের নির্বাচনে জনগন তা বেছে নিবে।
বিএনপির সমাবেশ নিয়ে কামরুল বলেন, বিএনপি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই আমাদের পূর্বঘোষিত সমাবেশের দিন তারা দিন পরিবর্তন করে একই দিন সমাবেশ করার ঘোষণা দিয়েছে। যা একটা ষড়যন্ত্র।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জীবন্ত কিংবদন্তী সারাহ বেগম কবরী এর সভাপতিত্বে এবং অরুন সরকার রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মোবারক আলী শিকদার, চিত্র নায়িকা নতুন, চিত্র নায়িকা অরুনা বিশ্বাস, মিজানুর রহমান বিটু প্রমূখ।
আইএমটি