ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


‘অনুমতি না পেলেও সমাবেশ বিএনপি’


২৭ সেপ্টেম্বর ২০১৮ ০১:৩২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যে কোন মূল্যে শনিবার সমাবেশ করবে বিএনপি। অনুমতি না পেলেও এ সিধান্তে অটল থাকবে দলটি।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বিএনপির ঢাকা বিভাগের বিভিন্ন জেলার, সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিবদের সঙ্গে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, তিনি বলেন, আমরা জনসভার জন্য ২৭ তারিখ অনুমতি চেয়ে ছিলাম। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়- ২৯ তারিখ শনিবার ছুটির দিন সমাবেশ করলে ভালো হয়। সেইভাবে জনসভার অনুমতির জন্য কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। এখন তারা অনুমতি দিচ্ছে না।

ফখরুল আরো বলেন, মোহাম্মদ নাসিম এক সভায় বলেছেন, রাজপথে গলিতে যেখানে পাবা সেখানে আটকিয়ে দাও। সেখান থেকে যেন বিএনপি বেরিয়ে আসতে না পারে।
আর জাহাঙ্গীর কবির নানক বলছেন, হাত-পা ভেঙে দাও। এই তো হচ্ছে তাদের গণতন্ত্রের ভাষা। জনগণ বিবেচনা করবেন এই সংঘাত সহিংসতা কারা শুরু করে।

বিএনপি মহাসচিব বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর কারা লগি-বৈঠা দিয়ে সেদিন ২৭ জন তরুণকে হত্যা করেছিল- এটা ভুলে যাওয়ার কথা নয়। দুর্ভাগ্য এটা যে আমাদের মিডিয়া কেন জানি এসবকে সামনে তুলে নিয়ে আসে না।

শনিবারের অনুমতির জন্য আবেদন করবেন কিনা এমন প্রশ্ন করা হলে ফখরুল বলেন, ভাই অনুমতির আবেদন-টাবেদন না। ইট ইজ দেওয়ার রেসপনসেবলিটি। এটা তারা ঠিক করবেন কী করবেন?

মির্জা ফখরুল বলেন, ‘২৯ সেপ্টেম্বরের জনসভায় আমরা দলের নীতিনির্ধারণী বক্তব্য দিবো। ভবিষ্যত কর্মপন্থা ও কর্মসূচি তুলে ধরবো।’

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সাত্তার পাটোয়ারী, ঢাকা জেলার খন্দকার আবু আশফাক, টাঙ্গাইলের শামসুল আলম তোহা প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএমএন