ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


নেতাকর্মীদের সঙ্গে ফখরুলের বৈঠক চলছে


২৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক চলছে।

আগামী শনিবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির জনসভা সফল করতে বৈঠক চলছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকটি শুরু হয়েছে।

এছাড়া এই বৈঠকে উপস্থিত আছেন, দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রমুখ।

গত সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এসএমএন