ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি


২৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:১২

ছবি ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। এ নির্বাচনকে ঘিরে মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপি। আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশের দিন ঢাকা দখলে রাখার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।

বৃহস্পতিবারের জনসভার তারিখ পরিবর্তন করে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৯ সেপ্টেম্বর বেলা ২টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় জনসভা সফল করতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে আহ্বান জানান

একই দিন ১৪ দল সমাবেশ করবে মহানগর নাট্যমঞ্চে। ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত প্রস্তুতি সভায় বলেন, ‘চক্রান্তকারীরা মাঠে নামবে। আমরা দেখব, কারা মাঠে নামবে আর কে নামবে না? আগে থেকেই ঢাকা দখলে ছিল আমাদের, ইনশাল্লাহ আগামীতেও ঢাকা আমাদের দখলে থাকবে। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশ শেখ হাসিনার দখলে থাকবে। জোটের নেতাকর্মীদের যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এলাকায় প্রস্তুত থাকবেন, যেন ওই অপশক্তি (বিএনপি) মাঠে নামতে না পারে। ওদের মাঠে ও রাস্তায় প্রতিহত করবেন।

দুই দলের পক্ষ থেকেই ওইদিন বড় ধরনের শোডাউন করার প্রস্তুতি শুরু হয়েছে। প্রধান এ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির মাঠ।

এ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় পরিস্থিতি সংঘাতের দিকে গড়াচ্ছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষক মহল। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীও নড়েচড়ে বসেছে। নিরাপত্তা ছক সাজানোর কাজ করছেন পুলিশের পদস্থ কর্মকর্তারা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবকটি জোনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কমিশনার আছাদুজ্জামান মিয়া। পুলিশ হেডকোয়ার্টার্স থেকেও সার্বিক বিষয়ে খোঁজখবর করা হচ্ছে।

আরকেএইচ