ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মঈন খানের বাসায় কূটনীতিকদের কি ?


২৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৭

মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় প্রায়ই ঢাকায় নিযুক্ত বিদেশী কূটনীতিকদের বৈঠক বসে। বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়, নৈশভোজের নিমন্ত্রণে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

মঙ্গলবার এই বিএনপি নেতার গুলশানের বাসায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ অন্তত ৮টি দেশের কূটনীতিকেরা হাজির হন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চার ঘন্টা তারা সেখানে অবস্থান করেন।

এতে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এবং জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, যুক্তফ্রন্টের মাহমুদুর রহমান মান্না, ড. জাফরুল্লাহ, সুলতান মোহাম্মদ মনসুর। কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, নেদারল্যান্ডস, নেপাল, ভুটানসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

ঠিক কি কারণে কূটনীতিকদের নৈশভোজের নিমন্ত্রণ জানানো হয়েছে তা জানা যায় নি।তবে বিএনপির একটি সূত্র জানায়, নৈশভোজের নিমন্ত্রণে গেলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে কূটনীতিকদের সঙ্গে আলাপ হয়েছে। এই বৈঠকটি মূলত ২৯ তারিখে বিএনপির আসন্ন জনসভা ও ঐক্য প্রক্রিয়ায় বিএনপির যুক্ত হওয়ার চূড়ান্তকরণ বিষয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়।

নৈশভোজ শেষে রাত সাড়ে ১০টার দিকে বিদেশি কূটনীতিকেরা একে একে মঈন খানের বাসা থেকে বের হন। রাত ১১টার দিকে আলাদা ভাবে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসা থেকে বের হলেও সাংবাদিকদের সঙ্গে কিছু বলেননি।

দলেরে আরেক স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ওই বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা তার কাছে নৈশভোজের নিমন্ত্রণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছু বলব না।’

এসএমএন