ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ডুবন্ত বিএনপিকে উদ্ধারে ওয়ান ইলেভেনের কুশীলবরা


২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২৪

ওয়ান ইলেভেনের (এক-এগারো) কুশীলবরা ডুবন্ত বিএনপিকে উদ্ধার করার জন্য মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (২৪ সেপ্টেম্বর) ধানমন্ডিস্থ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জোটের মুখপাত্র বলেন, দুঃখজনক হচ্ছে বিএনপিকে আজ ওই সমস্ত জনবিচ্ছিন্ন নেতাকে ভাড়া করতে হচ্ছে। এমনকি তারা নিজেরাই এখন খালেদা জিয়াকে মাইনাস করতে মাঠে নেমেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, বঙ্গবন্ধুর খুনি এবং বর্ণচোরা কিছু রাজনীতিবিদ জাতীয় ঐক্যের নামে সরকারবিরোধী চক্রান্ত করছে। আগামী জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার নামে এই অশুভ শক্তি নির্বাচন বানচাল করতে চায়।

আগামী ২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের সভাবেশ করবে বলেও জানান নাসিম।

এসএ