জাতীয় ঐক্য হচ্ছে জনগণের ঐক্য: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জাতীয় ঐক্য দেখে সরকার আতঙ্কে আছে। এটি হলো জনগনের ঐক্য, এই ঐক্যের সামনে, মোকাবেলা করার শক্তি সরকারের নেই। জাতীয় ঐক্য তাদের স্বপ্ন বাস্তবায়নে বাধা হওয়ায় তারা আবোল-তাবোল বকছে।’
সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় ঐক্য দেখে আতঙ্কিত আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে বিএনপি এই নেতা বলেন, ৫ ইস্যুতে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। সে কারণে জোর করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে সরকার।
খন্দকার মোশাররফ আরো বলেন, ‘জাতীয় ঐক্য হচ্ছে জনগণের ঐক্য নিয়ে। ইতিমধ্যে জনগণের দাবিগুলো বিভিন্ন রাজনৈতিক দল গ্রহণ করেছে। জনগণের দাবিগুলো আপনারা মেনে নেন, আমরা আপনাদের সাধুবাদ জানাবো।’
জাতীয় ঐক্যের মাধ্যমে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা।
এসএমএন