ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


আওয়ামী লীগের বাকিদের ভাগ্য নির্ধারণ আজ


২৫ ডিসেম্বর ২০১৯ ০৮:১৫

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণভবনে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে প্রেসিডিয়ামের বৈঠক আহ্বান করা হয়েছে। সেখান থেকেই ৮১ সদস্য বিশিষ্ট কমিটির বাকি পদগুলো ঘোষণা করা হবে বলে দলের একাধিক নেতা নিশ্চিত করেছেন। কাউন্সিলের দিন সভাপতি সাধারণ সম্পাদকসহ ৪২ জনের নাম ঘোষণা করা হয়, আরও ৩৯টি পদে নাম ঘোষণা বাকি রয়েছে। পুরো কমিটি ঘোষণা না করে কিছু পদ ভবিষ্যতের জন্য হাতে রাখার সম্ভাবনার কথাও বলেছে অপর একটি সূত্র।

সূত্র আরও জানায়, মন্ত্রিসভার পাঁচ সদস্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। দল ও সরকার পৃথক করার প্রাথমিক প্রক্রিয়া এ কাউন্সিল থেকে আসতে পারে। যার ইঙ্গিত নেত্রী কাউন্সিলে দিয়েছেন। যেহেতু সারা দেশ থেকে আসা কাউন্সিলররা কমিটি গঠনের দায়িত্ব আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়েছেন, তাই কেন্দ্রীয় কমিটির নেতারা এ বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে চাচ্ছেন না।

সবাই শেখ হাসিনার সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন। যদিও প্রেসিডিয়ামের প্রভাবশালী দুইজন নেতা বলেছেন, পূর্ণাঙ্গ কমিটিতে স্বচ্ছ ইমেজের বেশ কিছু নতুন মুখ দেখা যাবে। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী (২০ ও ২১ ডিসেম্বর) কাউন্সিলে শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। এছাড়া ৮১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে প্রেসিডিয়াম ও যুগ্ম সাধারণ সম্পাদকদের পূর্ণ তালিকা প্রকাশ করা হলেও সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর কিছু পদসহ কার্যনির্বাহী সদস্য পদ ঘোষণা বাকি রাখা হয়।

আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশ থেকে আসা কাউন্সিলররা যেহেতু নেত্রীকে (শেখ হাসিনা) পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন, তাই তিনিই তার টিম সাজাবেন। সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনিই ঠিক করবেন কেন্দ্রীয় কমিটিতে কারা আসার মতো, কারা থাকার মতো নয়। এরই মধ্যে সবার আমলনামা তিনি বিচার-বিশ্লেষণ করে রেখেছেন।

কাদের মূল্যায়ন যে তিনি করেন, তা কাউন্সিল অধিবেশনের দিন ঘোষিত ৪২ সদস্যের নামের তালিকা দেখলেই বোঝা যায়। যারা ভালো কাজ করেছে, তাদের পদোন্নতি দিয়েছেন। যারা এভারেজ কাজ করেছেন, তাদের বিষয়ে কিন্তু স্বপদে রেখে দিয়েছেন। তবে, মন্ত্রিসভায় থাকা পাঁচজন যাদের নাম প্রথম দিন ঘোষণা হয়নি, তাদের বিষয়েও সিদ্ধান্ত আসবে ওই বৈঠক থেকে। দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, কমিটি ঘোষণার দিন মন্ত্রিসভার পাঁচ সদস্যের নাম ঘোষণা না করার অন্যতম কারণ, দল ও সরকারকে পৃথক করার প্রাথমিক পদক্ষেপ। তাই তাদের দলের গুরুত্বপূর্ণ পদে আসার সম্ভাবনা খুব কম। তবে, সব কিছুই নির্ভর করছে নেত্রীর সিদ্ধান্তের ওপর, তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত হবে। তাই সবাই নেত্রীর দিকে তাকিয়ে আছেন।

জানতে চাইলে আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর বলেন, প্রায় অর্ধেক কমিটি ঘোষণা করা হয়ে গেছে। এখন পর্যন্ত যাদের নাম এসেছে, তারা প্রত্যেকেই দলের জন্য গুরুত্বপূর্ণ। অঘোষিত স্থানগুলোতে অনেক নতুন মুখ দেখা যাবে জানিয়ে তিনি বলেন, বাকি পদগুলোর জন্য অনেকের নাম আসবে, প্রেসিডিয়ামের বৈঠকে ওই প্রস্তাবিত নামের ওপর আলাপ-আলোচনা করেই ঘোষণা করা হবে। সেখানে অবশ্যই নতুন মুখ থাকবে।

গঠনতন্ত্র অনুসারে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রেসিডিয়াম সদস্য ১৯ জন। বাকি ১৭ জন হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, মো. আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান খান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। এর মধ্যে শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানকে এবারের কাউন্সিলে এ ফোরামের সদস্য নির্বাচিত করা হয়েছে। বাকিরা আগের কমিটি থেকেই এ ফোরামের সদস্য।

নতুনসময়/আইকে