ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


বেগম খালেদা জিয়া আপসহীন সংগ্রামের প্রতীক-নবীনগরে কে.এম মামুন


২২ আগস্ট ২০২৫ ১৯:৪৮

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মিরপুর বাজারে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

 

শিবপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো: মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: সাদেকুল ইসলাম (মোল্লা) মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও নবীনগর-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কে এম মামুনুর রশিদ।

 

এসময় তিনি বলেন, খুনি শেখ হাসিনা এখন ইতিহাসের পাতায় (৫ আগস্ট) দেশ ছেড়ে পালিয়েছে, এটাই এখন বাস্তবতা। স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে, দেশ এখন চলবে জনগণের ইচ্ছায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই হবে মুক্তির রূপরেখা।

 

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও সংগ্রামের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন এবং থাকবেন প্রাণশক্তি। কৃষকদলকে এই আন্দোলনের অগ্রভাগে থেকে কাজ করতে হবে। 

 

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো: এনায়েত উল্লাহ খোকন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মো: সাইফুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব মো: জিল্লুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো: আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন (বাবুল), উপজেলা পৌর কৃষকদলের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হোসেন রাজু, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোহাম্মদ রুকন উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রউফসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেষে মো: মজিবুর রহমানকে সভাপতি ও মো: সাদেকুল ইসলাম (মোল্লা)কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট শিবপুর ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।