সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করে। খবর, এএফপি’র।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহেকে তার ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লন্ডন সফরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই সময়ে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ রয়েছে, তিনি তার স্ত্রীর একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে এই সফরে গিয়েছিলেন। এই সফরের জন্য সরকারি তহবিলের অপব্যবহার করেছেন। বিক্রমাসিংহে হাভানা থেকে জি-৭৭ শীর্ষ সম্মেলন শেষে লন্ডন সফর করেছিলেন। তার বিরুদ্ধে ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
রনিলের গ্রেফতারের মাধ্যমে বর্তমান লঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার সাবেক রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তে তাদের কঠোর অবস্থান তুলে ধরল।
অনুরা ক্ষমতায় আসার পর দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুই জন সাবেক জ্যেষ্ঠ মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধেও রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
২০২২ সালে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান হয়। ওই সময় দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে। তখন তার জায়গায় দায়িত্ব নেন রনিল। তবে ২০২৪ সালের নির্বাচনে হেরে রাষ্ট্র ক্ষমতা হারান তিনি। এর আগে, সাতবার দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রবীণ এ রাজনীতিবিদ।
এদিকে, বিক্রমাসিংহের সমর্থকেরা অভিযোগ করছেন, এটি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কৌশল এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার জেরে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল ও জটিল হয়ে উঠতে পারে।