ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


স্লোগান দিয়ে জাতীয় ঐক্যের সমাবেশে বিএনপি


২২ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৪

ড. কামাল হোসেনের ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ সমাবেশে যোগ দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা পূর্বনির্বারিত সময় বেলা তিনটায় ঢাকা মহানগর নাট্যমঞ্চের সমাবেশে যোগ দেয়।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শুরু হয় জাতীয় ঐক্যের সমাবেশ। দুপুর থেকে গণফোরামের নেতা কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। এর পরপরই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দিয়ে বিএনপির কিছু নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। তাঁরা ‘জাতীয় ঐক্য জিন্দাবাদ’ বলেও স্লোগান দেন।

বেলা সোয়া তিনটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সমাবেশ উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির আরও তিন সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও আবদুল মইন খান।

সমাবেশে সভাপতিত্ব করছেন ড. কামাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর। ইতিমধ্যে সেখানে যুক্তফ্রন্টের শরিক দুই দল জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায় মাহমুদুর রহমান মান্না এসেছেন।

এসএ