‘বিএনপিকে ক্ষমতায় এনে কী লাভ হবে?’

জাতীয় নির্বাচনকে সামনে রেখে শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যান। এ সময় ক্ষণিকের জন্য মাহী বি. চৌধুরীও উপস্থিত ছিলেন। তার সঙ্গে দেখা করে বিএনপি নেতারা তাকে শনিবারের সমাবেশে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বি. চৌধুরীকে বলেন, ড. কামাল হোসেনের গণফোরামের ডাকে মহানগর নাট্যমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আর ওই সমাবেশে বি. চৌধুরীর যোগ দেওয়া জরুরি। ওই সমাবেশে আপনাকে প্রধান অতিথি করা হয়েছে।
ফখরুলের জবাবে বি. চৌধুরী বলেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য এই জাতীয় ঐক্য প্রক্রিয়া করা হচ্ছে। কিন্তু আমি চাই না বিএনপি ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ রাজত্ব থেকে বিএনপির রাজত্বে প্রবেশের পক্ষপাতী নই আমি। এই পর্যায়ে বিএনপি মহাসচিব প্রশ্ন করেন, আপনি তাহলে কী চান? জবাবে বি. চৌধুরী বলেন, আমি চাই বাংলাদেশের রাজনীতিতে সুস্থতা আসুক, ভারসাম্য আসুক।
এ সময় বিএনপি মহাসচিব বি. চৌধুরীর দাবিগুলো জানতে চান। যুক্তফ্রন্ট চেয়ারম্যান তার দাবিগুলো প্রকাশ করেন। এক পর্যায়ে বি. চৌধুরী আবেগ নিয়ে ফখরুলকে বলেন, ‘আমার সঙ্গে খালেদা জিয়া এবং তারেক কী করেছিল সেটা নিশ্চয়ই মনে আছে?’ এমন কথোপকথনে বি. চৌধুরীর বারিধারার বাসায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ড. খন্দকার মোশাররফ হোসেন তখন এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু মাহী বি. চৌধুরী বলেন, দুঃখ প্রকাশ করলেই সব সমস্যার সমাধান হয় না। এই কথার পর মাহী বৈঠকস্থল ত্যাগ করেন।
এ সময় মির্জা ফখরুল বি. চৌধুরীর কাছে দুঃখ প্রকাশ করেন এবং তার অভিমান ভাঙ্গানোর চেষ্টা করেন।
এমএ