কোন মার্কায় ড. কামাল?

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠন করেছেন গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছে এই ঐক্য।
১৯৯১ সালে আওয়ামী লীগ ছাড়েন ড. কামাল। এর পর গণফোরাম গঠনের পর থেকে গত প্রায় তিন দশক ধরে ‘উদীয়মান সূর্য’ মার্কা নিয়ে নির্বাচন করেছেন এই সংবিধান প্রণেতা। কিন্তু জাতীয় ঐক্য গঠনের ফলে মহৎ উদ্দেশ্যে তাকে জোটের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ‘ধানের শীষ’ মার্কা নিয়ে নির্বাচন করতে হবে।
১৯৯১ সালের নির্বাচনের সময় তিনি ছিলেন ধানের শীষের ঘোরবিরোধী। সেই সময় বিএনপির বিরুদ্ধে বেশকিছু বক্তৃতা দিয়েছিলেন তিনি। আজীবন ধানের শীষের বিরুদ্ধেই কথা বলেছেন তিনি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে এখন তাকে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে হবে।
এমএ