এরশাদ ইভিএমের পক্ষে নেই

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি আগেও ইভিএমের পক্ষে ছিলাম না, এখনো নাই। ইভিএমে কারচুপি হবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত না। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব বলেন।
বিএনপি নির্বাচনে অংশ নিলে জাপা মহাজোটে থাকবে। দিন পরিবর্তন হয়েছে মহাজোটের সঙ্গে থাকলে জাপার জয় হবে বলেও মন্তব্য করেন এরশাদ।
নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এরশাদ বলেন, গত নির্বাচন করি নাই, এবার রংপুরের ২২টি আসনসহ মোট ৭০টি আসন চেয়েছি। এসময় নির্বাচনকালীন সরকারে থাকতে পারেন বলেও জানিয়েছেন এরশাদ।
এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।
আইএমটি