লন্ডনে ফের বিএনপির ‘শো ডাউন’

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে শুক্রবার দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তবে, প্রধানমন্ত্রী প্রথমে যাবেন যুক্তরাজ্যে। দুদিনের ব্রিটেন সফর শেষে প্রধানমন্ত্রী সেখান থেকেই রওয়ানা হবেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে।
গত এপ্রিলে প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থানের সময় অনেক শো ডাউন করেছিল বিএনপির লন্ডন শাখার নেতাকর্মীরা। এ সময় কুরুচিপূর্ণ ও সাম্প্রদায়িক স্লোগান দেয় দলটির নেতাকর্মীরা। এমনকি তারা ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপরও আকস্মিক হামলা চালায়। তারও আগে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের আগের দিনও লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলা করেছিল বিএনপি।
এ ঘটনার ধারাবাহিকতায় এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরকে ঘিরে দলটি অপতৎরতা চালাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে গোপন সূত্র। বিএনপির এই প্রস্তুতির কথা ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে আগাম জানিয়ে রেখেছ লন্ডনে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।
এসব ঘটনাগুলোকে বিবেচনায় এনে প্রধানমন্ত্রীর এবারের লন্ডন সফর উপলক্ষে ইতিমধ্যেই রেড এলার্ট জারি করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড। শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এমএ