নৌকার জাগরণে কাজ করতে বললেন সম্রাট

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেছেন, নৌকার জাগরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় তিনি মহানগরের সকল নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় সভার সভাপতিত্ব করেন ইসমাইল চৌধুরী সম্রাট। এসময় দক্ষিণ যুবলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ