ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মাহীর যে পরিকল্পনার প্রশংসা করেছেন শেখ হাসিনা


১৮ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫৪

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্লান-বি এর মাধ্যমে তরুণদের রাজনীতিতে উৎসাহী করার প্রচেষ্টা চালাচ্ছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। এমন কার্যক্রমের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে। দলের সিনিয়র নেতার সঙ্গে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে মাহীর ‘প্লান-বি’র প্রশংসা করেন তিনি।

রাজনীতিতে তরুণদের উৎসাহী করার প্রচেষ্টা অবশ্যই ভালো একটি উদ্যোগ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমন উদ্যোগই নেয়া উচিত। তরুণরাই তো আগামী দিনে দেশ চালাবে। কাজেই তাঁরা রাজনৈতিক ভাবে সচেতন হলে ভালো হয়।

প্লান-বি তে মাহী বি. চৌধুরী বলেছেন, ‘দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, এমন স্লোগান মানুষ শুনতে চায় না। তরুণরা এখন মেধা ও ঘাম দিতে চায়। প্রধানমন্ত্রী সিনিয়র নেতাদের সঙ্গে আলাপকালে বলেন, এটাই তো আমার কথা। ধ্বংসাত্মক রাজনীতির দরকার নেই। এখন দেশ গড়ার কাজ চালাতে হবে।

২০০১ সালে বিরোধী দলে থাকা অবস্থায় মুন্সিগঞ্জ গিয়েছিলেন শেখ হাসিনা। তখন মাহী তাঁকে অনেক সম্মান করেছিল। তোরণ করাসহ বিভিন্ন ভাবেই সম্মান জানায়। রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সুষ্ঠু ধারার রাজনীতি করলেই গণতন্ত্র সুসংহত হবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি।

এসএ