ঢাকা শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২


বসন্তের পলাশ রাঙা দিন


৪ মার্চ ২০২৪ ২১:২৫

ছবি : শাহীন রহমান

যে ফুল ফুটে জানান দেয় ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা, তার মধ্যে অন্যতম পলাশ ফুল। গাছের ডালে আগুন জ্বেলে ফাগুনকে বরণ করে নেয় পলাশ। সাহিত্য কিংবা গান কবিতাতেও বারবার উঠে এসেছে পলাশ ফুলের রুপের বন্দনা।

বসন্তের পলাশ রাঙা দিন

বসন্তের এই সময় মধুর লোভে পলাশের ডালে ডালে আনাগোনা বেড়ে যায় পাখি ও মৌমাছির। সোমবার সকালে পাবনা পৌর শহরের গোবিন্দা এলাকার কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে থেকে তোলা।


ঋতুরাজ, বসন্ত, পলাশ ফুল, পাবনা