ঢাকা শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৫, ১১ই আশ্বিন ১৪৩২


রমজান শুরুর সাথে সাথে বেড়েছে তরমুজের কদর!


১১ মার্চ ২০২৪ ২১:৪১

ছবি : নতুন সময়
গরম আসলেই রসালো তরমুজ উঠতে শুরু করে। এসব তরমুজ আসছে বরিশাল জেলার বিভিন্ন এলাকা থেকে। বিভিন্ন ফলের পাশাপাশি তরমুজের কদর খুব একটা কম না। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে রমজান মাস। তার আগে থেকেই তরমুজেরদাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। যা, বিক্রি করছে খুচরা বাজারে ৭০ টাকা কেজী দরে।
 
এদিকে প্রতিদিনই রোদের তাপ বাড়ছে। পাশাপাশি গরম শুরু হয়ে গেছে। তাই মানুষরা তরমুজ খেয়ে কিছুটা নিজেকে সতেজ
রাখার চেষ্টা করেন। কিন্তু সাধারণ মানুষ কি তরমুজ কিনে খেতে পারবে? একটি তরমুজ ৩০০-৫০০, ৭০০ টাকা পর্যন্ত।