ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


১১ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৮

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে অর্জন চন্দ্র রায় (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০সেপ্টেম্বর) সকল ৯টায় ওই এলাকায় আমেরিকান ইউনিভার্সিটির নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে তিনি নিহত হন।

নিহত অর্জন চন্দ্র রায় দিনাজপুর জেলার খানশমা থানার রামনগর গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। তিনি বর্তমানে কুড়িল বিশ্বরোড এলাকায় নির্মাণাধীন একটি ভবনে থাকতেন।

নিহতের ভাই লক্ষন চন্দ্র রায় জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিকাল ৫টায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

একেএ