কেরানীগঞ্জে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি
ঢাকার কেরানীগঞ্জে হাসান মোল্লা নামে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবয়স্থায় রাত পৌনে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
রাতে তাকে হাসপাতালে দেখতে যান ঢাকা-০২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী আমানুল্লাহ আমান। এ সময় তিনি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়েছে। যারা নির্বাচন চায় না সেই লক্ষ্যেই নির্বাচনকে বানচাল করতেই নেতাকর্মীদের গুলি করা হচ্ছে।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ নেতার চিকিৎসা এখনো চিকিৎসা চলমান। ফলে শারীরিক পরিস্হিতি বলা যাচ্ছে না। তবে, এমন ঘটনায় আইনী ব্যবস্থাসহ দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি৷
