ঢাকা মঙ্গলবার, ২রা ডিসেম্বর ২০২৫, ১৯শে অগ্রহায়ণ ১৪৩২


এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা


২ ডিসেম্বর ২০২৫ ১৬:০৮

সংগৃহীত

দেশের ফেরার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

 

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তিনি। উ

 

পদেষ্টা বলেন, “উনি চাইলেই ট্রাভেল পাস ইস্যু হবে”।

 

এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কিনা কিংবা তার আসার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই।

 

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, "উনার আত্মীয়-স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে”।

 

এদিকে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড কাজ করছে এবং তাকে দেখতে আজকেও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন।

 

এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংকালে এক প্রশ্নে তিনি বলেন, “উনাকে দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং উনারা দেখবেন”।

 

“দেখার পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল মনে হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে— মেডিকেল বোর্ড মনে করে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে”।