দেড় ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজারে রহমতগঞ্জের ডালপট্টি একটি তিনতলা বাড়ির ৩য় তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সাতটি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করে সন্ধ্যা ছয়টায় তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরে তাদের কার্যক্রম শুরু হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তকারী দল এ বিষয়ে কাজ শুরু করেছে।
