ঢাকা সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ ১৪৩২


সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার :প্রধান উপদেষ্টা


১ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৩

সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর যেসব সদস্য অন্যায়ভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় সামরিক বাহিনীর এই সকল বঞ্চিত সদস্যদেরও ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার।

 

বিগত সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০২৪ এর ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর চাকরিতে বৈষম্য, বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার অবসরপ্রাপ্ত ও বরখাস্তকৃত অফিসারদের আবেদন পর্যালোচনা করে যথার্থ সুপারিশ পেশের জন্য গঠিত কমিটি রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলে তিনি এই মন্তব্য করেন।