ঢাকা মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২


কারাগারের ১৫ মাসেও এতো বিপর্যস্ত হইনি, আমাকে নিয়ে নোংরামি বন্ধ করুন' জকসুর জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা


২৫ নভেম্বর ২০২৫ ২০:৪৯

সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘদিন কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাস ঘিরে তিনি আলোচনায় এসেছেন।

 

স্ট্যাটাসে তিনি লেখেন, যতদিন পর্যন্ত আমি রাজনীতিতে আসিনি, ততদিন পর্যন্ত আমি ভালো ছিলাম। আর এখন একমাসেই আমার এতো দোষ, আমি খারাপ হয়ে গেলাম?

 

তিনি আরও লেখেন, এসেছিলাম পরিবর্তন করতে। কিন্তু, এইসব নোংরামির কারণে বুঝতে পারছি কেনো মেয়েরা এই সেক্টরে আসে না বা আসতে চায় না। অনলাইনে ফেক আইডি, স্লাট শেমিং, বট আইডি, ব্যাশিং সবকিছুই না হয় বুঝলাম। মেনেও নিলাম। কিন্তু, সাংবাদিকরা? একেকজন কল দিয়ে এতো মিথ্যা অপবাদ, উল্টাপাল্টা প্রশ্ন আর মানসিক প্রেসার নিতে পারছি না। 

 

খাদিজা লেখেন, সাংবাদিক পরিচয় দিয়ে একজন কল দিয়ে যখন কথায় পারে না, শুনি পাশ থেকে আরেকজন শিখিয়ে দিচ্ছে! এসময় তিনি সাংবাদিকদের লিবারেল থাকার আহ্বান জানান। নির্দিষ্ট কোনো দলের হয়ে কাজ না করার অনুরোধও করেন তিনি।

 

তিনি বলেন, ১৫ মাস কারাগারে থেকেও এতোটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি, যতটা গত কিছু দিনে হয়েছি। আমি কারও সঙ্গে কখনও খারাপ কিছু করিনি। আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে নিয়ে নোংরামি করিয়েন না প্লিজ! 'এসব লোকদের ব্যাপারে স্টেপ নেয়ার কি কেউ নেই' বলে স্ট্যাটাস শেষ করেন খাদিজা। 

 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ( জবি) ফিন্যান্স বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী অনেক দিন ধরে ‘অস্টিওসারকোমা’ নামের অস্থি ক্যান্সারে ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার বাম পা কেটে ফেলা হয়। তবুও তিনি পড়াশুনার হাল ছাড়েননি। প্রতিদিন সাভার থেকে প্রায় ৫৫ কিলোমিটার পথ অতিক্রম করে সপ্তম সেমিস্টারের পড়াশোনাও সম্পন্ন করেছেন। 

 

চিকিৎসকরা দ্রুত তার চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে।

 

নূর নবীর চিকিৎসার জন্য কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়। এসময় কনসার্ট মঞ্চে উঠে জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা ঘোষণা দেন, ‘আলহামদুলিল্লাহ, ক্যান্সার আক্তান্ত নূর নবীর জন্য বিভিন্ন জায়গা থেকে আমি ৫০ হাজার টাকা ফান্ড রেইজ করেছি। আপনারা সবাই আমাকে দোয়ায় রাখবেন, যাতে ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে পারি।’ 

 

মূলত এই অনুদান নিয়েই প্রশ্নের মুখে পড়তে হয়েছে জিএস প্রার্থী খাদিজাতুল কুবরাকে। কারণ বলা হচ্ছে, কনসার্টের অনুমতিপত্রে নির্বাচন কমিশনের শর্ত ছিল, ‘কনসার্টের মঞ্চে কোনো স্বতন্ত্র/প্যানেলের প্রার্থী উপস্থিত থাকতে পারবে না।’