৪৭তম বিসিএস: শাহবাগে আন্দোলনকারীদের সাথে ডিসি মাসুদের বাকবিতণ্ডা
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রার্থীদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পরে শাহবাগে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
এতে দেখা যায়, আন্দোলনকারীদের সঙ্গে জটলার ভেতরে ঢুকে কথা বলছেন ডিসি মাসুদ আলম। আন্দোলকারীরা তাকে প্রশ্ন করেন, আমাদের শিক্ষার্থীরা রাস্তার ওপর শুয়ে আছে তারপরেও আপনারা কেন পেটাচ্ছেন? আমাদেরকে পুলিশ দিয়ে দুপাশ থেকে ঘেরাও করে হামলা করা হয়েছে কেন?
তারা আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাব। আমরা বার বার গিয়ে ফেরত আসছি। আমাদেরকে বোকা বানানো হয়েছে।
এসময় যমুনার দিকে যেতে দেয়া সম্ভব নয় জানিয়ে ডিসি মাসুদ বলেন, তোমরা তো অনেকদিন ধরে আন্দোলন করতেছো। কখনও তোমাদের ওপর হাত তুলেছি? বরং তোমাদেরকে সহায়তা করেছি। এখন যদি তোমরা বলো একজনকে শান্তিপূর্ণভাবে জবাই করতে চাও সেটা তো হতে পারে না।
তিনি আরও বলেন, আজকে আমাদের ফোর্সের ওপর তোমরা হামলা করতে গেছো তখন তারা প্রতিহত করেছে। তোমাদের সাথে তো আমাদের ব্যক্তিগত সমস্যা নেই। তাই বলে, যা ইচ্ছা তাই করা যাবে না।
এসময় এক নারী আন্দোলনকারী বলেন, আপনি চোখ রাঙাবেন না। উত্তরে ডিসি মাসুদ আলম বলেন, আপনি হাত নামিয়ে কথা বলুন।
