ঢাকা মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২


গণভোটের ব্যালট হবে রঙিন, ৩ মাস ধরে চলবে প্রচারণা


২৫ নভেম্বর ২০২৫ ২০:৪৬

সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি অনুসরণ করেই গণভোট অনুষ্ঠিত হবে। তবে গণভোটের ব‍্যালট পেপার রঙিন কাগজে হবে। কিন্তু গণনা একইসঙ্গে হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে গণভোট অধ‍্যাদেশ চূড়ান্তভাবে পাশ হওয়া নিয়ে যৌথ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

 

ড. আসিফ নজরুল বলেছেন, গণভোট গ্রহণ পদ্ধতি, ভোটার আসা যাওয়া ও গননা সংসদ নির্বাচনের মতই হবে। কেন্দ্র ও ভোটার একই থাকবে। তবে গণভোটের ব্যালট ভিন্ন রঙের হবে। সবাইকে গণভোটের বিষয়ে জানাতে ৩ মাসব‍্যাপী প্রচারণা চালাবে সরকার। এ সময় নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কমিশনকে সবধরণের ক্ষমতা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

গণভোটের প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের প্রশ্ন একটি থাকবে। হ্যাঁ না অপশন থাকবে। এর নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা ৪টি বিষয় আকারে থাকবে। এ সময় জুলাই সনদ স্বাক্ষরকারী দলগুলো ৩০টি প্রস্তাবে ঐকমত‍্যে পৌঁছেছে বলেও জানান তিনি।

 

পোস্টাল ব্যালট প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, আরপিও অনুযায়ী ৪টি পেশার ব‍্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সংবাদকর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না।

 

ইসি সচিব আখতার হোসেন বলেন, একইসাথে জাতীয় সংসদের নির্বাচন ও গণভোট হচ্ছে। এটি মাইলফলক। রঙিন কাগজে হবে গণভোটের ব‍্যালট পেপার। তবে দুইটির গণনা একইসঙ্গে হবে। এ সময় আগামী ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

 

পোস্টাল ভোট নিয়ে তিনি বলেন, দেশে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন। এখন প্রবাসিদের রেজিস্ট্রেশন চলছে। পরে দেশের রেজিস্ট্রেশন শুরু হবে। প্রবাসীদের কাছে সংসদ নির্বাচনের ব‍্যালট ২টা ইনভেলাপে পাঠানো হবে।