ঢাকা মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২


৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


২৫ নভেম্বর ২০২৫ ১৫:২১

সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ১২টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। তাতেমহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

আন্দোলনকারীরা জানান, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি আগের যেকোনো সময়ের তুলনায় কম। প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাস সময় দেয়া বৈষম্যমূলক। এত কম সময়ে ১১০০ নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয়।

 

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এর আগে গতকালও আধাঘণ্টার জন্য সড়ক অবরোধ করে রাখেন তারা।

 

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর শুরু হবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা।