ঢাকা মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২


পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা


২৫ নভেম্বর ২০২৫ ১৫:২০

সংগৃহীত

হিমালয় কন্যা নামে খ্যাত উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তাপমাত্রা দিন দিন ওঠানামা করছে। উত্তরের হিমেল হাওয়া-এ জেলাটির ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে দিন দিন বাড়ছে শীতের তীব্রতাও। গত কয়েকদিন ধরে হিমেল হাওয়া আর বাতাসের আর্দ্রতার কারণে জেলার সর্বত্র শীতের তীব্রতা বাড়ছে। ফলে ভোগান্তিতে পড়ছে এ জেলার গরীব ও খেটে খাওয়া মানুষরা। 

 

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। 

 

এ সময়, বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ৭–৮ কিলোমিটার। ভোর থেকেই বইতে থাকা শীতল হাওয়া জনজীবনে বাড়তি ঠান্ডার অনুভূতি সৃষ্টি করলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে বলে জানান স্থানীয়রা।

 

এর আগে, গতকাল একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি এবং রোববার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

শীত বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে। পাশাপাশি সকাল-বিকেলে পথচারী ও শ্রমজীবী মানুষের দুর্ভোগও চোখে পড়ছে। আবহাওয়া অফিস বলছে, আগামী আরও কয়েকদিন এই শৈত্যপ্রবাহের ধারা অব্যাহত থাকতে পারে।

 

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার আব্দুর রশিদ নামে এক কৃষকের বলেন, গত কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত খুব শীত অনুভূত হচ্ছে। আবার বেলার বাড়ার সাথে সাথে রৌদ্র দেখা যাচ্ছে। তবে এবার গত বছরের তুলনায় আগেই শীত অনুভূত হচ্ছে। 

 

একই কথা বলেন জেলা শহরের ভ্যানচালক জরিফুল ইসলাম। তিনি জানান, বর্তমানে শীত কেবল শুরু হচ্ছে, এই শীত আরও কয়েক গুণ বাড়বে। তাই এখনি যদি গরীব ও শীতার্ত মানুষদের শীতবস্ত্র সরকার দিত তাহলে অনেক ভালো হতো। 

 

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ সকাল ৬টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। পরে দুই ঘণ্টার পর সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রা আগামী সপ্তাহে আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।