ঢাকা মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২


জুলাই হত্যা মামলায় ১ম চার্জশিট দিয়েছে ডিএমপি, আসামি শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা


২৫ নভেম্বর ২০২৫ ১৫:১৬

সংগৃহীত

জুলাই হত্যা মামলায় প্রথম চার্জশিট দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি দেখানো হয়েছে। 

 

আজকালের মধ্যে আরও একটি চার্জশিট দেয়ার কথা রয়েছে। মূলত বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। 

 

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০ জনের বিরুদ্ধে মামলা করেন। 

 

গত সোমবার মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। হত্যার ঘটনায় এই প্রথম চার্জশিট দাখিল করেছে ডিএমপি। আরও কয়েকটি হত্যা মামলার চার্জশিট তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।