ঢাকা বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫, ৬ই অগ্রহায়ণ ১৪৩২


ম্যাকবিরনি ঘুর্ণি, তার পকেটেই চার টাইগার উইকেট


১৯ নভেম্বর ২০২৫ ১৫:১৫

সংগৃহীত

মিরপুর টেস্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিহাসের অংশই বটে। কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামা এই ম্যাচ দিয়ে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করলেন উইকেট কিপার-ব্যাটার মুশফিকুর রহিম। 

 

সকাল থেকে যে টি-ব্রেকের আগ পর্যন্ত বেশ ভালোভাবেই আইরিশ বোলারদের সামলেছে বাংলাদেশের ব্যাটাররা। তবে, একজনের ঘুর্ণি কিছুটা বিপাকে ফেলেছে। তার নাম অ্যান্ডি ম্যাকবিরনি। প্রথমদিন ৭১ ওভার পর্যন্ত বাংলাদেশ যে চারটি উইকেট হারিয়েছে, তার সবকটিই নিয়েছেন এই ডানহাঁতি অফব্রেক বোলিং অলরাউন্ডার।

 

এ পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ২৬ উইকেট। তার বেস্ট বোলিং ফিগার ৭/৭৭। একদিনের ম্যাচ খেলেছেন শ' ছুঁই ছুঁই। ৯৬ ম্যাচে তিনি নিয়েছেন ৯১ উইকেট। ওডিআইতে তার বেস্ট বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট। ম্যাকবিরনি টি-২০ খেলেছেন ৩২টি। সেখানে উইকেট সংখ্যা ২৩।

 

ঘরোয়া ক্রিকেটেও এই ৩৩ বছর বয়সী ক্রিকেটার বেশ বীরদর্পেই খেলেন। তিনি আয়ার‍ল্যান্ডের ইন্টারপ্রভিনশিয়াল টুর্নামেন্টে একটি দলের অধিনায়কত্ব করেন। দেশটির সাদা বলের ইন্টারকন্টিনেন্টাল কাপ স্কোয়াডেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য অ্যান্ডি ম্যাকবিরনি।