ঢাকা মঙ্গলবার, ১৮ই নভেম্বর ২০২৫, ৫ই অগ্রহায়ণ ১৪৩২


গোলাম কিবরিয়া হত্যা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়—মত যুবদল নেতাদের


১৮ নভেম্বর ২০২৫ ১৪:২৩

সংগৃহীত

ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল আর ভোটের পরিবেশ নষ্ট করতেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। তারা বলেন- গোলাম কিবরিয়া হত্যা বিচ্ছিন্ন কোন্ব ঘটনা নয়।

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে দক্ষিণ যুবদল আয়োজিত ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করনীয় শীর্ষক মতবিনিময় সভা তারা এসব কথা বলেন। 

 

নেতারা বলেন- দেশকে সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচিত সরকার দরকার। ভোট বিলম্বিত করা গোষ্ঠী নানা রকম কলকাঠি নাড়ছেন। 

 

গোলাম কিবরিয়ার খুনিদের গ্রেফতারে সরকারকে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন- যুবদল ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। বাধ্য করলে রাজপথে নামবে। 

 

এসময় যুবদলের নেতা-কর্মীদের ফ্যাসিস্ট বিরোধী যোদ্ধা উল্লেখ্য করে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেন তারা। পরে কাকরাইল থেকে নয়াপল্টনে মিছিল করেন যুবদলের নেতা-কর্মীরা।