ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ


৫ অক্টোবর ২০২৫ ২১:০৯

সংগৃহীত

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

রোববার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, অভিযুক্ত শিক্ষার্থী কোরআন শরীফ পদদলিত করার বিষয়টি স্বীকার করেছে। পরে কারাগারে আটক রাখার আবেদন করলে তা মনজুর করেন আদালত।

 

এর আগে, গতকাল রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।