ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৫, ১১ই আশ্বিন ১৪৩২


সারের সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে, বাড়বে না দাম: কৃষি উপদেষ্টা


২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৭

সংগৃহীত

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের কোথায় কোনো ধরণের সারের সংকট নেই। সব সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন কৃষি উপদেষ্টা।

 

কৃষি উপদেষ্টা বলেন, সারের নীতিমালা করতে জাতীয় কমিটি করা হচ্ছে। পাশাপাশি ডিলারশীপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। গ্যাস সংকটের কারনে সারে সমস্যা হবে না। সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

 

তিনি আরও বলেন, এই বছর আলু বেশি উৎপাদন হলেও কৃষক প্রকৃত মূল্য পাচ্ছে না। আমরা চাচ্ছি কৃষকের স্বার্থে আলুর দাম আরেকটু বাড়ুক।

 

এ সময় চীনে প্রথমবারের মতো আম রফতানি করা হয়েছে তিনি বলেন, আগামী বছর থেকে কাঠালও রফতানি করা হবে।