আর দু’একজন সাক্ষ্য দেয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হবে: চিফ প্রসিকিউটর

আর দু’একজন সাক্ষ্য দিলেই জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করা হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এদিন ট্রাইব্যুনালে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণের পর গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি বলেন, যেসব সাক্ষ্য-প্রমাণ ও সাক্ষ্য তারা দিয়েছেন তা শেখ হাসিনার অপরাধ প্রমাণে যথেষ্ট।
এর আগে ট্রাইব্যুনালে সাক্ষ্য দানকালে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা প্রচণ্ড সেনাবাহিনী বিদ্বেষী ছিলেন এবং সেই বিদ্বেষ থেকেই বিডিআর হত্যা হয়। বিচার বিভাগ ধ্বংসের জন্য সবটুকু করে গেছেন শেখ হাসিনা, যেসব বিচারপতিরা তার কথা শুনেছেন তাদের তিনি প্রধান বিচারপতি বানিয়েছেন। এছাড়া সাক্ষ্য দানকালে শাহবাগে