ঢামেকে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেকের একটি ওয়ার্ডে ওই নারীর ছয় সন্তানের জন্ম হয়।
সদ্যজাত তিন ছেলে ও তিন মেয়ের ওজন কম হয়েছে। সেজন্য তিন জনকে হাসপাতালটির নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) এবং বাকিদেরকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে।
বাচ্চা ও তাদের মাকে পর্যবেক্ষণ করছেন ঢামেকের গাইনি বিভাগের ইউনিট-১ এর সহকারী অধ্যাপক ডা. আবিদা সুলতানা। তিনি বলেন, যে ছয়টি সন্তানের জন্ম হয়েছে কিন্তু এটাকে আসলে বাচ্চা বলা যাবে না। তার ২৭ সপ্তাহ ইনএবিটেবল অ্যাবরশন। যদিও এর আগে তার আগে একটি ম্যাচিউরড বাচ্চা হয়েছিল। কিন্তু সেটি ডেলিভারির সময় মারা গিয়েছিল। এখন সদ্যজাত তিন বাচ্চার ওজন ৮০০ গ্রাম ও বাকিদের ৯০০ গ্রাম।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়কে ভয়াবহ সময় বলা হয়। কিন্তু ওই নারীর তার আগেই বাচ্চা ডেলিভারি হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাগ্য সহায় থাকলে সবাই সুস্থভাবে বেচে থাকবে। টিকে থাকা অনেক সময় কঠিন।
সাধারণত কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন ঘটে। স্বাভাবিকভাবে এমন প্রেগনেন্সি হয়না। ওটার কারণেই আগেই ডেলিভারিও হয়েছে। এখন পর্যন্ত মা ও বাচ্চারা ভালো আছে। বাকিটা আল্লাহ ভরসা।
এদিকে, রোগীর স্বজন জানান, এখানে চিকিৎসকরা তাদের খুব ভালো সহযোগিতা করছেন। কৃতজ্ঞতা ও প্রকাশ করেন তারা।