ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


নবীনগরে বাড়ি দখলের চেষ্টা ও হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন


১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৪

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে হামলা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী মোঃ মাইনুদ্দিন খান মঈন নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেছেন।

 

মাইনুদ্দিন জানান, একই এলাকার মোঃ লতিফ (৫২), মোঃ গিয়াস উদ্দিন (৪৪), মোঃ ইকবাল হোসেন (৪৮), মোঃ সাইফুল ইসলাম বাবু (৩৫), মোঃ কাউসার (৪৫), সায়েস্তারা বেগম (৫৫), সুহেদা বেগম (৩৮) ও সারোয়ার হোসেন (২৪) দীর্ঘদিন ধরে তার বসত বাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে। এর আগে (১১সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তারা অজ্ঞাত আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভীতি প্রদর্শন করে। এসময় মাইনুদ্দিনকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেয়।

 

ভুক্তভোগী আরও জানান, প্রতিবেশীরা প্রায়ই লাঠিসোটা নিয়ে তার বাড়িতে মহড়া দেয় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকিও প্রদান করে। তিনি স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এই বিষয়ে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।