ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


বিজিবি কর্তৃক যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল আটক


১২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৯

সংগৃহীত

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি, কাশিপুর বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ফেন্সিডিল, চকলেট, কিসমিস, শাড়ী এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

 

বিজিবি জানায়, আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫৭ হাজার টাকা। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

 

বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।