ঢাকা রবিবার, ১২ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


বোরহানউদ্দিনে বসতঘর দখল ও মালামাল লুট করার অভিযোগ" দুই সন্তান নিয়ে অসহায় নারী


১২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৭

সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পন্ডিত বাড়ি নামক খালপাড় এলাকায় বসতঘর দখল ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার বিকালে ওই এলাকার যুথি নাম নারী এমন অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন, তার বাবার বাড়ী বড়মানিকা ৩ নং ওয়ার্ডে। ২০০৫ সালে কুতুবা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পন্ডিত বাড়ি নামক স্থানের খালপাড় এলাকার আবু তাহেরের ছেলে ফরহাদের সাথে বিবাহ হয় যুথি আক্তারের। বিবাহের পর থেকে লাখ টাকা যৌতুক দাবী করেন স্বামী ফরহাদ। স্বামীকে যৌতুক না দিয়ে বাবার বাড়ী থেকে নগদ টাকা এনে যুথি আক্তারের নিজ নামে ৫ শতাংশ জমি ক্রয় করে দলিল রেজিষ্ট্রি করেন। বাবার বাড়ীথেকে টাকা এনে একতলা ঘর নির্মান করেন যুথি আক্তার। ওই ঘরে স্বামী ও সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি। দাম্পত্য জীবনের তার তিন সন্তান রয়েছে । হঠাত বেপরোয়া হয় তার স্বামী ফরহাদ ও তার স্বামীর পরিবার। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ফরহাদ হোসেনকে গত- ৪ আগষ্ট ২০২৫ ইং তারিখে ডিভোর্স দেন তিনি। স্বামীকে ডির্ভোস দেওয়ায় স্বামীর পরিবার ও স্থানীয় সন্ত্রাসী বাহীনি তার বসতঘর দখল করে তাকে পিটিয়ে গুরুতর জখম করেন। তার ঘরথেকে তাকে টেনে হিচড়ে বাহির করেন সন্ত্রাসীরা। এসময় ঘরে থাকা নগদ ২লাখ ৫০হাজার টাকা ও স্বর্ণের চেইনসহ মোট ৪ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করেন সন্ত্রাসী বাহিনিসহ ফরহাদের পরিবার। 

এঘটনায় একই বাড়ির আবু তাহেরের ছেলে মিজান ও আনোয়ার হোসেন, জেবর মিস্ত্রীর ছেলে মোস্তাফিজ মিস্ত্রি,বেলায়েত পঞ্চায়েতের ছেলে মুনছুর পঞ্চায়েত, ফরহাদের ছেলে জুনায়েদ আহমেদসহ অজ্ঞাত ৮/১০ জন আসামী করে ভোলায় বোরহানউদ্দিন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী যুথি আক্তার। ওই মামলায় যুথি আক্তারের পুত্রসন্তানকে আসামি করা হয়।

যাহার এম.পি নং- ২৬৭/২৫ ইং। মামলাটি ওসি বোরহানউদ্দিন থানাকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।

তিনি অভিযোগ করে আরও বলেন, বর্তমানে তার বসতঘরের মেইনগেইটে লোহা দ্বারা জালাই করে দেয় মামলার আসামিরা। তার দশ বছরের কন্য সন্তান ফিহা ও ৩ বছরের কন্যা সন্তান ফাবিহাকে নিয়ে বিচারের দাবীতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

এছাড়া উল্লেখিত মামলার আসামিরা তাকে হত্যার হুমকি প্রদান করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী যুথি আক্তার। অন্যদিকে মামলার আসামি জুনায়েদ আহমেদ জানান, তার বাবার ঘর দাবীকরে তার মাকে বাহির করে মেইনগেইট বন্ধ করেন তিনি। মামলার তদন্তকারী অফিসার এসআই জসিম উদ্দিন জানান, তদন্তকরে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।