ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


যশোর-বেনাপোল মহাসড়কে যানজট নিরসনে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ


১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৮

সংগৃহীত

যশোর-বেনাপোল এশিয়ান মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নাভারণ হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের আয়োজনে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা-এর ডিআইজি (অপারেশনস্ দক্ষিণ) জনাব রাখফার সুলতানা খানম পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সুপার। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি, সার্কেল এবং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব রোকনুজ্জামান।

 

এ সময় পুলিশ সুপার বলেন, “যশোর-বেনাপোল এশিয়ান হাইওয়েতে কোনো ধরনের যানজট সহ্য করা হবে না।” ডিআইজি মহোদয় এ বক্তব্যের সাথে একমত পোষণ করেন।

 

সমাবেশে সীমান্ত বাস মালিক সমিতি, চাঁচড়া, যশোর-এর ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান অভিযোগ করেন, প্রধান সড়কের ওপর এলোপাতাড়ি রাখা ব্যাটারি চালিত ইজিবাইক অর্ধেক রাস্তা দখল করে রাখছে, যার ফলে বাস চালকদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি আরও বলেন, ইজিবাইক প্রধান সড়কে না উঠতে পারলে যানজট অনেকখানি হ্রাস পাবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে।

 

সমিতির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহাবুবুর রহমান দুলালসহ সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। তারা বেনাপোল, নাভারণ ও ঝিকরগাছা সড়কের দুই পাশে অবৈধ দখলদার উচ্ছেদের দাবি জানান এবং যশোর-বেনাপোল মহাসড়ককে যানজটমুক্ত রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।