নবীনগরে মা সমাবেশের আড়ালে সকাল সাড়ে ১১টায় স্কুল ছুটি, ক্ষুব্ধ অভিভাবকরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মা সমাবেশের আড়ালে সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয় আলমনগর সরকারি উত্তর প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময় বিকাল ৪টা হলেও অর্ধেক দিনেরও কম সময়ে স্কুল ছুটি দেওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভের ঝড় বইছে।
আজ মঙ্গলবার (৯সেপ্টেম্বর) সকালে এ ঘটনা জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান ও সহকারী শিক্ষা অফিসার মো. মানিক ভূইয়া। তারা গিয়ে শিক্ষার্থীদের পুনরায় ডেকে এনে পাঠদান শুরু করান।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,এভাবে মাঝেমধ্যেই আগেভাগে স্কুল ছুটি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার মান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ মা সমাবেশের নাম করে সকাল সাড়ে ১১টায় স্কুল ছুটি দেওয়া সত্যিই দুঃখজনক।
অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, আমরা শিক্ষার্থীদের টিফিনের জন্য পাঠিয়েছি। আগেভাগে ছুটি দেওয়ার বিষয়টি সত্য নয়।
সহকারী শিক্ষা অফিসার মো. মানিক ভূইয়া বলেন, স্কুল নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার কোনো নিয়ম নেই। খবর পেয়ে আমরা গিয়ে শিক্ষার্থীদের আবার ক্লাসে ফিরিয়ে আনি। তদন্ত চলছে, অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান ঘটনাটিকে সরাসরি অনিয়ম আখ্যা দিয়ে বলেন, মা সমাবেশের পর যথারীতি ক্লাস নেওয়ার দায়িত্ব তাদের ছিল। কিন্তু তারা তা করেননি। এটি স্পষ্টতই অনিয়ম। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী প্রতিদিনের বলেন, “বিষয়টি আগে আমার জানা ছিল না। তবে এখনই প্রাথমিক শিক্ষা অফিসারকে তলব করছি। অনিয়মের প্রমাণ মিললে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”