ঢাকা বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ


৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫২

সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর ও অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়েছে। টানা ৮ ঘণ্টা আটটিই ভোট কেন্দ্রেই চলে ভোটগ্রহণ।

 

এবার ভোটগ্রহণের সময় কোনও ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

 

ডাকসু ভোটারদের উল্লেখযোগ্য হারে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা যাচ্ছে। বেলা তিনটার দিকে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ জানান, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে, মোট কতটি ভোট পড়েছে তা এখনও জানা যায়নি।

 

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া, প্রতি হল সংসদে ১৩টি করে পদ, ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন ১ হাজার ৩৫ জন।