ঢাকা শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২


ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ


৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৩

ফাইল ফটো

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

 
মুসাদ্দিক বলেন, ছাত্রদল এখানে বুথ বসিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য দিচ্ছে ও লিফলেট বিতরণ করছে। তারা বলছে, এগুলো ভোটারদের তথ্য কিন্তু ভোটারদের তথ্য হলে এখানে ভোটারদের নাম লেখা থাকতো প্রার্থীদের না। তারা যা করছেন তার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছি অতিদ্রুত ব্যবস্থা নিতে। যদি ব্যবস্থা না নেন, তাহলে বুঝবো নির্বাচন কমিশন ছাত্রদলকে সমর্থন করছে।
 
এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামিম বলেন, আমরা ১০০ ফুটের বাহিরে ডেস্ক আছি। অভিযোগ সঠিক নয়।