ঢাকা মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


“ভুয়া কার্ডসহ বহিরাগত আটক, ঢাবি নির্বাচনে নিরাপত্তা জোরদার”


৯ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪৯

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুয়া কার্ডসহ এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৮সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত এই বহিরাগতকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নিউ মার্কেট থানার ওসি জানান, ভুয়া আইডিকার্ড ঠেকাতে নীলক্ষেতে অভিযান চলমান রয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন।

 

 

এদিকে সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো হলের বাইরে ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট। সব কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং বিঘ্নিত হবার কোনো ধরনের আশঙ্কা নেই।

 

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে কোনো প্রকার গুজবে কান না দিয়ে বৈধ কার্ডধারী সব শিক্ষার্থীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।