ভিপি প্রার্থী শামীমকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের বিস্ফোরক পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।
ইলিয়াস জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার’ এবং বেসরকারি সংস্থা ‘ন্যারেটিভ’ পরিচালিত দুইটি জরিপে শামীম হোসেনকে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। সিদ্ধান্তহীনতায় ভোগা ৩০ থেকে ৩৪ শতাংশ ভোটারই নির্বাচনী মাঠে গেমচেঞ্জার হতে পারে বলে মনে করেন তিনি।
সাংবাদিক ইলিয়াস লেখেন, শামীম হোসেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। শিক্ষার্থীদের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার বিষয়ে তার সরব অবস্থান এবং জনপ্রিয়তা থাকলেও তার রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন রয়েছে।
ইলিয়াস দাবি করেন, শামীম একসময় জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। তার ব্যক্তিগত ফেসবুক কার্যক্রম নিয়েও নানা সমালোচনা রয়েছে।
ইলিয়াস আরও অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনগুলোর বিরোধিতায় বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) ব্যানারে আয়োজিত মানববন্ধন ও কর্মসূচিতেও শামীমকে দেখা গেছে। তার ভাষায়, ‘অরাজনৈতিক দাবি করলেও শামীম আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছেন।’
ফেসবুক পোস্টের শেষে ইলিয়াস হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে লেখেন, ‘ডাকসু নির্বাচনে কার হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন সে বিষয়ে সচেতন হোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মীরজাফরের পুনর্বাসন হতে দেওয়া যাবে না।’