ঢাকা রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২


কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা সভ্য সমাজে অকল্পনীয়-কে.এম. মামুন


৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩

সংগৃহীত

কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে.এম. মামুন অর রশিদ বলেছেন, “কবর থেকে লাশ তুলে এনে আগুনে পোড়ানো হয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন। এ ধরনের ঘটনা একটি সভ্য রাষ্ট্রে কখনো কল্পনাও করা যায় না। দেশে আজ ভয়ের রাজত্ব কায়েম হয়েছে। মানুষ আতঙ্ক ও অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছে। কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।”

 

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া বাজার প্রাঙ্গণে আয়োজিত কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

রসুল্লাবাদ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক খন্দকার সাদিকুর রহমান ভাসানীর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য মো. কামাল হোসেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন মোছেন প্রমুখ।