ডাকসু নির্বাচন: শুধুমাত্র ভোটের দিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শুধুমাত্র ভোটগ্রহণের দিন ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে ঘোষিত ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পূর্বঘোষিত ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে ৮ এবং ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম চলমান থাকবে।
এদিকে, ডাকসু নির্বাচনের দিন শিক্ষার্থীদের ভোট দেয়ার সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি রুটে অতিরিক্ত এক ট্রিপ বাস চলবে বলে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তাতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে শিক্ষার্থীদের ভোট প্রদানের সুবিধার্থে আগামী ৯ সেপ্টেম্বর বিভিন্ন রুটের গাড়ি নিয়মিত সময় অনুযায়ী চলাচল করবে। তবে নরসিংদী (ওয়ারী-বটেশ্বর), সাভার/নবীনগর (হেমন্ত), বিক্রমপুর (মাওয়া) এবং মুন্সীগঞ্জ (ইদ্রাকপুর) রুটে সেদিন অতিরিক্ত ১টি আপ ও ১টি ডাউন ট্রিপ চলবে। বাস চলাচলের বিস্তারিত সময়সূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট নির্বাচন উপলক্ষ্যে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। এরপর ১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে ৭ সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হয়। আজ আবার ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হয়।