ঢাকা মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২


ঢাবি হল সংসদ নির্বাচন: প্রার্থীদের মুখ্য ইশতেহার খাবারের মানোন্নয়ন


১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৭

সংগৃহীত

ডাকসুর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। হল সংসদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। ছাত্রদল সবগুলো হলে পূর্ণাঙ্গ প্যানেল দিলেও যা করেনি আর কোনো ছাত্র সংগঠন। হল সংসদে প্রার্থীদের কাছে ভোটারদের প্রথম চাওয়া— হলের খাবারের মান উন্নত করা। ভোটযুদ্ধে এই চাওয়াকেই প্রাধান্য দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

 

মূলত, ঢাবির হলগুলোতে সাশ্রয়ী মূল্যে খাবারের আয়োজন থাকে দিনের তিনবেলা। তবে সরবরাকৃত খাবারের মান নিয়ে দীর্ঘ দিনের অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। তাদের মতে, পুষ্টিমান তো থাকেই না, পাওয়া যায়না স্বাদও।

 

সরেজমিন গিয়ে দেখা যায় ঢাবির বিভিন্ন হলে সামনের নির্বাচন নিয়ে প্রচারণা চলছে ভালো গতিতেই। যারা হল সংসদে ভিপি, জিএস এজিএসসহ নানা পদে প্রার্থী হয়েছেন, তাদের সবার প্রথম ভাবনাতেও যেন মুখ্য ইশতেহার খাবারের মান উন্নয়নে কাজ করা।

 

দিনভর প্রচার প্রচারণায় প্রার্থীরা তুলে ধরছেন তাদের ইশতেহার। কোলাকুলি আর হাসিমুখে নতুন দিনের প্রত্যাশার কথা বলছেন সবাই। দেখা যায়, হলের প্রতিটি কক্ষে ঢু মারছেন প্রার্থীরা। কুশল বিনিময়ে চাইছেন ভোট। বারংবার মনে করিয়ে দিচ্ছেন ব্যালট নম্বরও যা অনেকটাই গুরুত্বপূর্ণ। সৌহার্দ্য ও সম্প্রীতির এক মেলবন্ধন যেন উঁকি দিচ্ছে ক্যাম্পাস জুড়ে।

 

এদিকে, সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে। হল সংসদ নির্বাচনে তাই এসব প্রার্থীদের ছুটতেও হচ্ছে বেশি।

 

১৩টি পদের জন্য অমর একুশে হলে সবচেয়ে বেশি প্রার্থী। সেখানে লড়ছেন ৭৬ জন। এছাড়া শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সূর্যসেন হলে ৭৫ জন করে প্রার্থী। সবচেয়ে কম কবি সুফিয়া কামাল হলে; ৩৮ জন।

 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র জাতীয়তাবাদী ছাত্রদলই ১৮টি হলে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তবে ছায়া প্যানেলে শিবির কিংবা বাগছাসও আছে বলে জানা গেছে।